কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ১৩০ পৃষ্ঠা বিশিষ্ট ‘আশুরার দীপ্তি’ গ্রন্থটি ১২০০ কপি প্রকাশিত হয়েছে।
এ গ্রন্থ হযরত মুহাম্মাদ (সা.) এবং তাঁর আহলে বাইয়েত (আ.)এর হাদীসের সমন্বয়ে ইমাম হুসাইন (আ.)এর বিপ্লব এবং কারবালার ঘটনার বৈশিষ্টের আলোকে লেখা হয়েছে।
1464751