কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মালয়েশিয়ার সংসদ সদস্য আহমেদ মারযুক শেয়েরী ২৮শে অক্টোবরে এক বিবৃতিতে বলেন: মালয়েশিয়ার জন্য কুরআনিক পার্ক অনেক বরকত বয়ে আনবে এবং বিশ্বের অনেক পর্যটকও এর প্রতি আকৃষ্ট হবে।
তিনি বলেন: পবিত্র কুরআনের ১১৪টি সুরার অনুকরণে এ পার্কটি ১১৪টি বিভাগে বিভক্ত করতে পারি।
এ পার্ক নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় বাজেটের ক্ষেত্রে মারযুক শেয়েরী বলেন: এ পার্ক নির্মাণের ক্ষেত্রে যদি সরকার সাহায্য কারে তাহলে বাজেটের জন্য কোন সমস্যা হবে না।
তিনি আরও বলেন: যদি কুরআনিক পার্ক নির্মাণ করা হয় তাহলে একটি কুরআন প্রিন্টিং কমপ্লেক্স নির্মাণের চেয়েও অধিক লাভজনক হবে।
বলাবাহুল্য, মালয়েশিয়ার সরকার কিছুদিন পূর্বে ঘোষণা দিয়েছিল সেদেশের রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণাঞ্চলে পুত্রজায়া নামক অঞ্চলে পবিত্র কুরআন প্রিন্টের জন্য বৃহত্তম কেন্দ্র নির্মাণ করবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজক ১০ই অক্টোবর ২০১৫ সালের বাজেট উপস্থাপনের সময় পবিত্র কুরআন প্রিন্টের জন্য বৃহত্তম কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে ৩০ মিলিয়ন রিংগিট (মালয়েশিয়ার টাকা) ব্যয় হবে বলে জানিয়েছেন।
এ প্রিন্ট কেন্দ্র থেকে বিশ্বের বিভিন্ন দেশে কুরআন বিতরণের জন্য প্রতি বছর এক মিলিয়ন পবিত্র কুরআন শরীফ প্রিন্ট করার পূর্বাভাস দিয়েছিল। সৌদি আরবের পর এ কেন্দ্র থেকে সর্বাধিক কুরআন প্রিন্ট হওয়ার কথা রয়েছে।
1465282