IQNA

আফগানিস্তানে ‘আশুরা থেকে আবির্ভাব’ বিষয়ক প্রদর্শনী

23:56 - October 30, 2014
সংবাদ: 1465702
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র মুহাররম মাস এবং ইমাম হুসাইন (আ.)এর আশুরা আগমনের উপলক্ষে আফগানিস্তানের রাজধানী কাবুলে ‘আশুরা থেকে আবির্ভাবে’র আলোকে দ্বিতীয় প্রদর্শনী প্রদর্শিত হচ্ছে

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত প্রদর্শনী ‘মোউয়ুদ মুউয়ুদ পরিষদে’র পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। এ প্রদর্শনীতে এন্তেজার, আসরা, নাহরে আলকায়ামে, কাতলেগাহ এবং বাক্কী কবরস্থান নামক স্টল দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হয়েছে।
‘আশুরা থেকে আবির্ভাব’ বিষয়ক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ইমাম হুসাইন (আ.)এর বিপ্লবকে আদর্শ হিসেবে গ্রহণ করার আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করা হয়।
বলাবাহুল্য, এ প্রদর্শনী চতুর্থ মুহাররমে (২৯শে অক্টোবর) শুরু হয়েছে এবং একাধারে তেরই মুহাররম (৭ম নভেম্বর) পর্যন্ত অব্যাহত থাকবে।
1465650

captcha