IQNA

এশিয়ান চলচ্চিত্র উৎসব উপলক্ষে তানজানিয়ায় ‘আসহাবে কাহফ’ চলচ্চিত্র প্রদর্শন

23:54 - October 31, 2014
সংবাদ: 1465866
আন্তর্জাতিক বিভাগ: এশিয়ান চলচ্চিত্র উৎসব উপলক্ষে তানজানিয়ার রাজধানী দারুস সালামের ‘কোয়ালিটি সেন্টার’ থিয়েটারে পবিত্র কুরআনের ঐতিহাসিক গল্প ‘আসহাবে কাহফ’এর অলোকে নির্মিত চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তানজানিয়ায় অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সিলারের পক্ষ থেকে নবম এশিয়ান চলচ্চিত্র উৎসব উপলক্ষে তানজানিয়ার রাজধানী দারুস সালামের ‘কোয়ালিটি সেন্টার’ থিয়েটারে পবিত্র কুরআনের ঐতিহাসিক গল্প ‘আসহাবে কাহফ’এর অলোকে নির্মিত চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়েছে।
ঐতিহাসিক এ গল্পে খ্রিস্টান ধর্মের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আর এর ফলে সেদেশের অধিবাসীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এ চলচ্চিত্রটি প্রদর্শনের সময় তানজানিয়া ও ইরানী অধিবাসী সহ চীন, কোরিয়া, ভিয়েতনাম, ফিলিস্তিন ও জাপানের দূতাবাসের প্রতিনিধিগণ উপস্থিত ছিল।
উল্লেখ্য, এ চলচ্চিত্রটি প্রদর্শনের পূর্বে ইসলামী প্রজাতন্ত্র ইরানে সংস্কৃতি ও বৈজ্ঞানিক সাফল্য এবং ইসলামী বিপ্লবের পর ইরানের ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে।
1465841

captcha