IQNA

জাপানে ‘হালাল’ নামক প্রথম আন্তর্জাতিক প্রদর্শনী

22:58 - November 05, 2014
সংবাদ: 1470523
আন্তর্জাতিক বিভাগ: জাপানের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেদেশের মাকুহারী টোকিওর সেন্টারে ২৬ ও ২৭শে নভেম্বরে ‘হালাল’ নামক প্রথম আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত আন্তর্জাতিক প্রদর্শনীতে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, তুরস্ক, ভারত ও জাপানের ২৫০ টি কোম্পানি নিজেদের হালাল খাদ্য দ্রব্য সামগ্রী উপস্থাপন করবে। জাপানে প্রতি বছর দশ মিলিয়নের অধিক পর্যটকের উপস্থিতির ফলে চলিত বছর জাপানে প্রথমবারের জন্য হালাল আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মুসলমানেরা জাপানে অধিক ভ্রমণ করেন। এ প্রদর্শনীর কর্তৃপক্ষ আশাবাদী যে, এ দু’দেশের পর্যটকগণ এ প্রদর্শনী পরিদর্শনের জন্য আসবে।
বলাবাহুল্য, ১৯২০ সালে রাশিয়ান বিপ্লবের পর তুর্কি মুসলিম অভিবাসীগণ জাপানে ভ্রমণ করে। আর এ ভ্রমণের মাধ্যমে জাপানে ইসলাম ধর্ম প্রবেশ করে। ১৯৩০ সালে জাপানে মুসলমানের সংখ্যা এক হাজারে পৌছায়। পরবর্তীতে ১৯৮০ সালে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও ইরানের অভিবাসীগণ জাপানে ভ্রমণ করে সেদেশে ইসলাম ধর্মের বিকশিত ঘটে। বর্তমানে জাপানে মোট জনসংখ্যা ১২৭ মিলিয়ন। আর এর মধ্যে মুসলমানেরা সংখ্যা এক লক্ষ বিশ হাজার।
1466901

captcha