IQNA

ইরানে মুহররম ও বাসিরাতের আলোকে বিশেষ প্রতিযোগিতা

14:36 - November 07, 2014
সংবাদ: 1470656
আন্তর্জাতিক বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানে পবিত্র মুহররম মাস উপলক্ষে ‘মুহররম ও বাসিরাতের আলোকে ভার্চুয়াল প্রতিযোগিতা শুরু হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত প্রতিযোগিতা গুলিস্তান নামক ব্লগের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে এবং আগ্রহী ব্যক্তি মণ্ডলী ও এ ব্লগ ব্যবহারকারীগণ মুহররম ও বাসিরাতের (অন্তর্দর্শন) আলোকে সর্বোৎকৃষ্ট পোষ্ট সমূহ এ ব্লগের কর্তৃপক্ষের নিকট পোষ্ট করতে পারেন।
আগ্রহী ব্যক্তি মণ্ডলী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মুহররম ও বাসিরাতের (অন্তর্দর্শন) আলোকে নিজেদের শিল্পগুলো গুলিস্তান নামক ব্লগের কর্তৃপক্ষের নিকট পোষ্ট করতে পারেন।
গুলিস্তান ব্লগের সদস্যগণ ৭ম নভেম্বরের মধ্যে নিজেদের চিত্র ও প্রবন্ধসমূহ ৭ম নভেম্বর শুক্রবারের মধ্যে উক্ত ব্লগের সচিবলায় প্রেরণ করতে পারেন।

1470449

captcha