IQNA

হিজাব নিষিদ্ধ করণের প্রতিবাদে নাইজেরিয়ার মুসলিম নারীদের বিক্ষোভ

22:26 - March 10, 2013
সংবাদ: 2509317
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : নাইজেরিয়ার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে এদেশের মুসলিম নারীরা বিক্ষোভ প্রদর্শন করেছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : লাগোস স্কুলসহ অন্যান্য স্কুলে হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে এদেশের মুসলিম নারীরা বিক্ষোভ করে ইসলাম বিরোধী এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
বিক্ষোভকারীরা এ সময় বিভিন্ন শ্লোগান লেখা প্লেকার্ড বহন করছিল। তাদের প্লেকার্ডে যেসব শ্লোগান লেখা ছিল তা হল ‘হিজাব আমাদের অধিকার’ ও ‘হিজাবভীতি সৃষ্টি বন্ধ কর’ ইত্যাদি।
এদেশের মুসলিম ছাত্র পরিষদের প্রধান যিকরুল্লাহ সুলাইমান গতকাল শনিবার -৯ই মার্চ- বলেছেন : শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা প্রকৃত অর্থে এদেশের মুসলমানদের অধিকার লঙ্ঘন করা।
তিনি বলেন : অনতিবিলম্বে এদেশের মুসলমানরা তাদের ন্যায্য অধিকার প্রদান ও এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছে।#1201066
captcha