বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আজ সোমবার অনুষ্ঠিত মজলিশের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মুলতান শহরের বিশিষ্ট কারী। এরপর মজলিসে ওয়াহদাতে মুসলিমীনের সাধারণ সম্পাদক আল্লামা রাজা নাসির আব্বাস, সাধারণ সম্পাদক আল্লামা আমিন শাহিদী, আল্লাম হাসান যাফার নাকাভী, আল্লামা গুলফাম হুসাইন হাশেমী প্রমুখ।
এছাড়া এ শোক মজলিশে নওহা পরিবেশন করেন সৈয়দ নাদিম রেজা সারওয়ার এবং আলী সাফদার।
উল্লেখ্য, এ মজলিশে উল্লেখযোগ্য সংখ্যক ধর্মীয় চিন্তাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মুলতান শহরের বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।#1201069