IQNA

পাকিস্তানে কোয়েটায় নিহতদের স্মরণে বিশেষ শোক অনুষ্ঠান

23:36 - March 11, 2013
সংবাদ: 2509887
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : পাকিস্তানের মজলিসে ওয়াহদাতে মুসলিমীনের উদ্যোগে এদেশের কোয়েটা শহরের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে বিশেষ অনুষ্ঠান এদেশের পাঞ্জাব রাজ্যের মুলতান শহরে অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আজ সোমবার অনুষ্ঠিত মজলিশের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মুলতান শহরের বিশিষ্ট কারী। এরপর মজলিসে ওয়াহদাতে মুসলিমীনের সাধারণ সম্পাদক আল্লামা রাজা নাসির আব্বাস, সাধারণ সম্পাদক আল্লামা আমিন শাহিদী, আল্লাম হাসান যাফার নাকাভী, আল্লামা গুলফাম হুসাইন হাশেমী প্রমুখ।
এছাড়া এ শোক মজলিশে নওহা পরিবেশন করেন সৈয়দ নাদিম রেজা সারওয়ার এবং আলী সাফদার।
উল্লেখ্য, এ মজলিশে উল্লেখযোগ্য সংখ্যক ধর্মীয় চিন্তাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মুলতান শহরের বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।#1201069
captcha