বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এদেশের মুসলিম বিষয়ক পরিষদের গণসংযোগ বিভাগ গত শনিবার জানিয়েছে : আগামী কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত সভায় আদ্দুয ফাইযোভের বিদায় অনুষ্ঠান এবং নতুন মুফতির নাম ঘোষণার তারিখ নির্ধারিত হবে।
জনসংযোগ বিভাগের প্রধান জানিয়েছেন : বর্তমানে তাতারেস্তানের প্রখ্যাত আলেম ‘কামেল সামী আওয়ালীন’ অস্থায়ীভাবে প্রধান মুফতির দায়িত্ব পালন করছেন।
বলাবাহুল্য, আদ্দুয ফাইযোভ গত বছরের ১৪ই মার্চ প্রধান মুফতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন।#1202548