IQNA

ফার্সি ১৩৯২ সালকে ‘রাজনৈতিক ও অর্থনৈতিক গৌরবের বছর’ হিসেবে নামকরণ করলেন সর্বোচ্চ নেতা

22:03 - March 21, 2013
সংবাদ: 2513182
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে তার দেশকে অচল করে দেয়ার মার্কিন ও পশ্চিমা প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়েছে।
IRIB এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : তিনি বলেছেন, বরং শত্রুদের এইসব প্রচেষ্টা সত্ত্বেও ইরান বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সাফল্য পেয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আজ (বুধবার) ফার্সি নববর্ষ(১৩৯২)উপলক্ষে দেয়া এক বাণীতে এইসব মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, “শত্রুরা রাজনৈতিক ক্ষেত্রে ইরানি জাতিকে একঘরে করার পাশাপাশি তাদেরকে লক্ষ্যগুলো অর্জনের ক্ষেত্রেও হতাশ, হতচকিত ও সন্দিহান করতে চেয়েছে এবং চেয়েছে ইরানিদের সুদৃঢ় মনোবলকে হেয় করতে, কিন্তু বাস্তবে ঠিক উল্টোটাই ঘটেছে।”
হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, শত্রুরা প্রকাশ্যেই বলেছে যে, তারা নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানি জাতিকে অচল করে দিতে চায়, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।
তিনি আরো বলেন, শত্রুরা ইরানের আন্তর্জাতিক ও আঞ্চলিক নীতিকেও অকেজো করতে চেয়েছে, কিন্তু তেহরানে জোটনিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন অনুষ্ঠান প্রমাণ করেছে যে, ইসলামী এই দেশটি বিচ্ছিন্ন বা একঘরে হয়নি, বরং বিশ্ব ইরানকে সম্মান দেখাচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতা দেশটির উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল হারে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি নতুন ফার্সি বছরকে (১৩৯২) ‘রাজনৈতিক ও অর্থনৈতিক গৌরবের বছর’ হিসেবে নামকরণ করেন।
আগামী ৭ থেকে ১১ই মে প্রেসিডেন্ট প্রার্থীদের নিবন্ধন সম্পন্ন হবে। ইরানি প্রেসিডেন্ট চার বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। দেশটির অভিভাবক পরিষদ প্রেসিডেন্ট প্রার্থীদের যোগ্যতা পরীক্ষা করে থাকেন।#1206372
captcha