IQNA

নবীগণ এবং ইমামগণ মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এসেছেন

9:25 - March 23, 2013
সংবাদ: 2513227
সামাজিক বিভাগ: ইরানী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদ বলেছেন, আমরা পূর্ণতা অর্জনের জন্য সৃষ্টি হয়েছে এবং নবীগণ ও ইমামগণ ন্যায়বিচার, সত্য প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষার জন্য এসেছেন।


কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরানী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদ ১৭ই মার্চে নৌবাহিনীর মহড়া অনুষ্ঠানে এক বিবৃতিতে জানিয়েছেন, সমুদ্রপথে ইরানের উপস্থিতি হচ্ছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব করা এবং সকলের নিরাপত্তার প্রতীক এবং চরমপন্থি যার সমুদ্রপথে অসৎ কাজ করে এবং জনগণকে হয়রানী করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

তিনি আরও বলেন, ইমামগণের আন্দোলন ছিল মানুষকে পূর্ণতার শিখরে উপনীত করা। মানুষ যদি তার নিজের দায়িত্বকে সঠিক রূপে বাস্তবায়িত করে তাহলে এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। যদি কারবালায় ইমাম হোসাইন (আ.) ইসলাম রক্ষার্থে শহীদ না হতেন তাহলে আজকে তৌহিদ এবং আল্লাহর প্রতি মানুষের ভালোবাসা থাকত না। সুতরাং ইমামগণের কর্ম অন্যদের কর্ম থেকে উৎকৃষ্ট।

প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদ শেষপ্রান্তে বলেন, নৌ-বাহিনীর সকল সদস্যারা যদি তাদের নিজেদের দায়িত্ব সঠিক রূপে পালন করে তাহলে শত্রুরা নৌপথে হামলা করতে ব্যর্থ হবে।
1205985

captcha