কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ‘হামবুর্গ ইসলামি কেন্দ্রের বিজ্ঞপ্তির ভিত্তিতে ২৪শে মে হতে ২৬শে মে নাগাদ –শুক্রবার হতে রোববার- ইমাম আলী (আ.) মসজিদে অনুষ্ঠিত হবে এ’তেকাফ।
বলাবাহুল্য, ইউরোপের অন্যতম প্রাচীন মসজিদ হিসেবে প্রতিবছর এ’তেকাফের আয়োজন করে থাকে ইমাম আলী (আ.) মসজিদের কর্তৃপক্ষ। আধ্যাত্মিক এ কর্মসূচীতে অংশগ্রহণে ইচ্ছুকগণ আগামী ২০শে মে ই-মেইল অথবা টেলিফোনের মাধ্যমে হামবুর্গ ইসলামি কেন্দ্রের সাথে যোগাযোগ করে নাম নিবন্ধন করতে পারবেন।#1223506