IQNA

ইসলামি রীতি অনুসারে অনুষ্ঠিত হবে রাশিয়ার মুসলিম সৈন্যদের শপথ অনুষ্ঠান

6:06 - May 23, 2013
সংবাদ: 2537618
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : এরপর হতে রাশিয়ার সামরিক বাহিনী’র মুসলিম সদস্যদের শপথ অনুষ্ঠান একজন ধর্মীয় আলেমের উপস্থিতিতে ইসলামি রীতি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এদেশের সামরিক কর্তৃপক্ষ মুসলিম সৈন্যদের শপথ অনুষ্ঠানে একজন ধর্মীয় আলেম উপস্থিত থাকার অনুমোদন দিয়েছে।
উল্লেখ্য, শপথ অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পর, সামরিক শপথ পাঠের গুরুত্ব ও দর্শনের বিষয়ে সৈন্যদের উদ্দেশ্যে ব্যাখ্যা প্রদান করা হবে।#1231555
captcha