বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জামাতের নামাযের পর উপস্থিত হওয়া এ দলটি মসজিদে উপস্থিত হয়ে শিয়াদেরকে উদ্দেশ্য করে অবমাননা করে এবং মসজিদ অভ্যন্তরে সংঘর্ষ সৃষ্টির অপচেষ্টা চালায়।
কুরআন বিষয়ক বিশেষজ্ঞ আল-হাজ্ব যুলকার মিকাইলোভ, জালিলাবাদ শহরের আলেম আল-হাজ্ব ইলকার আলীওভ, লানকারান শহরের আলেম সাইয়্যেদ আলমান আগায়োভ, সাদেক আসগার ও এলচিন কাসেমোভসহ অন্যান্য শিয়া আলেমরা, আযারবাইজানের শিয়াদেরকে এ ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার প্রতি আহবান জানিয়েছেন।
এ অঞ্চলের শিয়ারা ইন্টারনেটের মাধ্যমে পথভ্রষ্ট এ ফের্কাহ’র ষড়যন্ত্রের বিষয়ে যুবকদেরকে অবগত করার প্রস্তুতি নিচ্ছে।#1233739