IQNA

জেরুজালেমে যায়নবাদীদের বসতি সম্প্রসারণের নিন্দা জানালো ইসলামী সহযোগী সংস্থা

3:30 - June 05, 2013
সংবাদ: 2543268
আন্তর্জাতিক বিভাগ: সম্প্রতি জেরুজালেমে যায়নবাদীদের ১১ হাজার গৃহ নির্মাণের সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী সহযোগী সংস্থার মহাসচিব।
‘oci’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলামী সহযোগী সংস্থার মহাসচিব ‘আকমালুদ্দিন এহসান উগুলো’ এক বিবৃতিতে আল কুদস শরীফকে নিষ্পত্তি প্রক্রিয়াকরণ এবং যায়নবাদীদের ১১ হাজার গৃহ নির্মাণের সিদ্ধান্তকে দৃঢ়ভাবে নিন্দা জানিয়েছেন।

তিনি জেরুজালেমে যায়নবাদীদের বসতি সম্প্রসারণের জন্য যেকোনো পদক্ষেপকে অবৈধ বলে গণ্য করেছেন এবং আন্তর্জাতিক আইল লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
1237990
captcha