IQNA

ইমাম হোসাইন (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উদযাপিত করবে ম্যানচেস্টারের মুসলমানেরা

2:04 - June 11, 2013
সংবাদ: 2545333
সামাজিক বিভাগ: ম্যানচেস্টার ইসলামিক কেন্দ্রের পক্ষ থেকে মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ২৩শে জুন বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ম্যানচেস্টার ইসলামিক কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী, এই উৎসব অনুষ্ঠান ইমাম হোসাইন (আ.), ইমাম সাজ্জাদ (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকীর সম্মাননায় অনুষ্ঠিত হবে।

উক্ত উৎসব অনুষ্ঠান স্থানীয় সময় রাত্র ৮ থেকে ১০টা পর্যন্ত অব্যাহত থাকবে এবং ইমাম হোসাইন (আ.)এর জীবনীর আলোকে বক্তৃতা, কবিতা, গজল পেশ করা হবে এবং অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।

ম্যানচেস্টার ইসলামিক কেন্দ্রের কর্তৃপক্ষ এই উৎসব অনুষ্ঠানে সকল ইসলাম প্রিয় মুসলিম ভাইদের আমন্ত্রণ করেছেন।
1239150
captcha