IQNA

গ্রীসে জামে মসজিদ নির্মাণের প্রস্তাব তুরস্কের

14:05 - July 14, 2013
সংবাদ: 2561202
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : গ্রীসে বসবাসরত তুরস্কের নাগরিকদের জন্য রাজধানী এথেন্সে জামে মসজিদ নির্মাণের প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গ্রীসের বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, গ্রীসে বসবাসরত তুর্কী ভাষাভাষি মুসলমানদের আবেদনের ভিত্তিতে তুরস্কের প্রেসিডেন্ট এ প্রস্তাবনা পেশ করেছেন।
গ্রীসে প্রায় ৫ লক্ষাধিক মুসলমান বসবাস করে, এর মধ্য হতে দেড় লাখ মুসলমান হচ্ছে গ্রীক। অবশিষ্ট মুসলমানরা বিভিন্ন দেশের নাগরিক তবে তাদের অধিকাংশই তুর্কি ভাষাভাষি।
এছাড়া এথেন্সের মুসলমানরা একটি মুসলিম কবরস্থান নির্মাণেরও আবেদন জানিয়েছে।#1256993
captcha