IQNA

তুরস্কের ধর্মীয় সংস্থার প্রধান:

সন্ত্রাসবাদকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে ইসলাম

22:08 - April 02, 2016
সংবাদ: 2600544
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ধর্মীয় সংস্থার প্রধান গুরুত্বারোপ করে বলেছেন: ইসলাম সর্বদা ও সম্পূর্ণরূপে সন্ত্রাসবাদ এবং তাকফিরিদের (যারা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করছে) প্রত্যাখ্যান করে।


বার্তা সংস্থা ইকনা: গতকাল (১ম এপ্রিলে) তুরস্কের ধর্মীয় সংস্থার প্রধান মোহমাত গুরমায আরও বলেছেন: মুসলমানদের নামে যারা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে, তাদের জন্য মুসলমানদের ক্ষমা চাওয়া ঠিক নয়। কারণ যারা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে তারা মুসলমান নয়।

আমেরিকার মেরিল্যান্ড নবনির্মিত দিয়ানাতধর্মীয় সংস্থায় জুমার নামাজে তিনি এসকল কথা বলেন।

শুক্রবার (১ম এপ্রিল) জুমার নামাজে সহস্রাধিক মুসলমানদের উপস্থিতিতে মোহমাত গুরমায বলেন: মুসলমানদের গৌরব ও সম্মানের সাথে মাথা উঁচু করে জীবনযাপন করতে হবে। ইসলামের নামে যে সকল সন্ত্রাসীরা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড আঞ্জাম দিচ্ছে, সে জন্য আমরা লজ্জিত হবো না। কারণ যারা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে তারা মুসলমান নয়। বিশ্বের নিকট মুসলমানদের নাম খারাপ করার জন্য তারা এধরণের বর্বরতা মূলক কাজ করছে।

ধারণা করা হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের কিছু প্রার্থীরা ইসলাম বিরোধী মন্তব্য করেছে, আর এ জন্য তুরস্কের ধর্মীয় সংস্থার প্রধান মোহমাত গুরমায এধরণের মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন: আমরা সকলেই জানি যে, বর্তমান বিশ্বে মানবতা বিরোধী যে সকল অপরাধ সংগঠিত হচ্ছে, তার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। পবিত্র কুরআন ও নবীর (সা.) সুন্নতের দিকে দৃষ্টিপাত করলে স্পষ্ট হয় যে, ইসলাম কখনোই সন্ত্রাসীমুলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না এবং সর্বদা এধরণের কাজের তিরস্কার করে।

iqna


captcha