তিনি বলেন: মিথ্যাবাদী ব্যক্তি সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর; কেননা সে ভাল মানুষের মুখোশ ব্যবহার করে, মানুষকে প্রতারিত ও প্ররোচিত করে থাকে। তাই মু'মিন ব্যক্তিদের উচিত সব সময় মিথ্যা থেকে নিজেদের বাচিয়ে রাখা।
মুসলিম জাহানের এ শীর্ষ মনীষী ও বিশ্বখ্যাত মারজায়ে তাকলীদ আরও বলেন: বর্তমান বিশ্বে ওহাবি-তাকফিরি গোষ্ঠী শান্তির ধর্ম ইসলামের নাম ব্যবহার করে ইসলাম বিরোধী কাজে লিপ্ত রয়েছে। তারা মানুষ হত্যা, রক্তপাত, নিরিহ ও অসহায় মানুষের উপর নৃশংস নির্যাতন এবং নানাবিধ অপকর্মে নিজেদেরকে কলুষিত করছে।
তিনি দায়েশকে ইসলাম ও মুসলমানদের শত্রু হিসেবে অভিহিত করে বলেন: সৌদি আরবের আর্থিক পৃষ্ঠপোষকতায় দায়েশের মত জঘণ্যতম সন্ত্রাসী ও তাকফিরি গোষ্ঠির জন্মলাভ করছে এবং সারা মুসলিম জাহানে অশান্তির বিস্তার ঘটাচ্ছে।