IQNA

সৌদি আরব উগ্রবাদ ও ওহাবিবাদের জন্মদাতা; আয়াতুল্লাহ মাকারেম শিরাজী

0:53 - April 15, 2016
সংবাদ: 2600611
আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম জাহানের শীর্ষ মনীষী ও বিশ্বখ্যাত মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী বলেছেন যে, সৌদি আরব উগ্রবাদ ও ওহাবিবাদের জন্মদাতা; তারা ইসলামের নাম ব্যবহার করে সারা বিশ্বে উগ্রবাদের বিস্তার ঘটাচ্ছে।
বার্তা সংস্থা ইকনা:  হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী ইরানের ধর্মীয় নগরী কোমের ঐতিহাসিক মসজিদে আজামে ধর্মতত্বের ক্লাসে মুনাফেকী ও দ্বৈতনীতির ক্ষতিকর প্রভাবের কথা উল্লেখ করে বলেন: এক জন ধর্মপ্রাণ ও মু'মিন ব্যক্তির ভীতর ও বাহির কখনও দু'ধরনের হবে না। বরং তার ভীতর ও বাহির এক ও অভিন্ন হবে। যদি কারও ভীতর ও বাহির ভীন্ন ভীন্ন ধরনের হয়ে থাকে, তবে সে মুনাফেকীর পথ বেছে নিয়েছে।

তিনি বলেন: মিথ্যাবাদী ব্যক্তি সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর; কেননা সে ভাল মানুষের মুখোশ ব্যবহার করে, মানুষকে প্রতারিত ও প্ররোচিত করে থাকে। তাই মু'মিন ব্যক্তিদের উচিত সব সময় মিথ্যা থেকে নিজেদের বাচিয়ে রাখা।

মুসলিম জাহানের এ শীর্ষ মনীষী ও বিশ্বখ্যাত মারজায়ে তাকলীদ আরও বলেন: বর্তমান বিশ্বে ওহাবি-তাকফিরি গোষ্ঠী শান্তির ধর্ম ইসলামের নাম ব্যবহার করে ইসলাম বিরোধী কাজে লিপ্ত রয়েছে। তারা মানুষ হত্যা, রক্তপাত, নিরিহ ও অসহায় মানুষের উপর নৃশংস নির্যাতন এবং নানাবিধ অপকর্মে নিজেদেরকে কলুষিত করছে।

তিনি দায়েশকে ইসলাম ও মুসলমানদের শত্রু হিসেবে অভিহিত করে বলেন: সৌদি আরবের আর্থিক পৃষ্ঠপোষকতায় দায়েশের মত জঘণ্যতম সন্ত্রাসী ও তাকফিরি গোষ্ঠির জন্মলাভ করছে এবং সারা মুসলিম জাহানে অশান্তির বিস্তার ঘটাচ্ছে।

iqna


captcha