IQNA

আনসারুল্লাহ: লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের মোকাবিলা বৈধ অধিকার

1:05 - November 08, 2025
সংবাদ: 3478394
ইকনা- ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ও ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে।

আল-মায়াদিন সূত্রে জানা যায়, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তর এক বিবৃতিতে লেবাননের সার্বভৌমত্বের ওপর ইসরায়েলের চলমান হামলাকে কঠোরভাবে নিন্দা জানিয়ে বলেছে, লেবানন সরকারের দুর্বলতা ও আগ্রাসনের প্রতি বারবার নীরবতা প্রদর্শন করার কারণে শত্রুরা আরও সাহস পেয়েছে এবং হামলার পরিধি বাড়িয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ করা ধর্মীয়, নৈতিক ও মানবিক সব দৃষ্টিকোণ থেকে একটি বৈধ অধিকার। আন্তর্জাতিক সম্প্রদায় ও আরব দেশগুলোকে উচিত লেবাননের জনগণের পাশে দাঁড়ানো এবং ইসরায়েলি হামলার বিরুদ্ধে তাদের সমর্থন করা।”

অন্যদিকে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনও লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের ধারাবাহিক হামলাকে লেবাননের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন, আন্তর্জাতিক আইন ও যুদ্ধবিরতি চুক্তির সরাসরি ভঙ্গ হিসেবে নিন্দা জানিয়েছে।

এই সংগঠনটি ঘোষণা করেছে, “আমরা লেবানন, তার জনগণ ও প্রতিরোধ আন্দোলনের পাশে আছি এবং নিজেদের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষায় লেবাননের জনগণের সব রকম প্রতিরোধের অধিকারকে সমর্থন করি।”

গত কয়েক দিনে ইসরায়েল দক্ষিণ লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র লেবাননের সেনাবাহিনীকে এক মাস সময় দিয়েছে দেশের অভ্যন্তরে অস্ত্রের একচেটিয়া নিয়ন্ত্রণ নিশ্চিত করতে; অন্যথায়, ইসরায়েল নতুন করে যুদ্ধের নতুন ধাপ শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। /#

captcha