IQNA

লেবাননের রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে হিজবুল্লাহর খোলা চিঠি — অস্ত্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনায় ভবিষ্যৎ কৌশল ঘোষণা

19:54 - November 07, 2025
সংবাদ: 3478391
ইকনা-  হিজবুল্লাহ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আওন, সংসদ স্পিকার নাবিহ বেরি ও প্রধানমন্ত্রী নওয়াফ সালামকে উদ্দেশ্য করে এক খোলা চিঠি দিয়েছে, যেখানে দলটি দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ইসরায়েলের সঙ্গে আলোচনার বিষয়ে তাদের স্পষ্ট অবস্থান তুলে ধরেছে।

আল-মানার সূত্রে জানা গেছে, এই চিঠিতে হিজবুল্লাহ বলেছে, জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে এবং লেবাননের বিরুদ্ধে চলমান ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধে একটি ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন। দলটি জানিয়েছে, কিছু পক্ষ লেবাননকে নতুন করে আলোচনায় টানার চেষ্টা করছে, যা কেবল ইসরায়েল ও তার মিত্র শক্তিগুলোর স্বার্থেই কাজ করবে।

চিঠিতে বলা হয়, ২৭ নভেম্বর ২০২৪-এ স্বাক্ষরিত বিরতিচুক্তি ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১-এর অংশ, যার মাধ্যমে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লিতানি নদীর দক্ষিণাংশ থেকে সরে যাওয়ার কথা ছিল। ওই চুক্তি অনুযায়ী, লেবাননের কোনো সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালাবে না এবং ইসরায়েলও লেবাননের ভূখণ্ডে সামরিক হামলা করবে না।

হিজবুল্লাহর দাবি, তারা এই ঘোষণার প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও, ইসরায়েল স্থল, সমুদ্র ও আকাশপথে নিয়মিত লঙ্ঘন চালিয়ে যাচ্ছে এবং কোনো আহ্বানেই সাড়া দিচ্ছে না।

চিঠিতে আরও বলা হয়, লেবানন সরকারের কিছু তাড়াহুড়া করা সিদ্ধান্ত—বিশেষ করে “অস্ত্রের একক নিয়ন্ত্রণ” সম্পর্কিত আলোচনা—ইসরায়েলকে সুযোগ দিয়েছে বিষয়টিকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে। ইসরায়েল এখন হিজবুল্লাহকে নিরস্ত্র করাকে আগ্রাসন বন্ধের শর্ত হিসেবে তুলে ধরছে, যা বিরতিচুক্তির অংশ নয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

হিজবুল্লাহর মতে, দেশের অস্ত্রনীতি কোনো বিদেশি চাপ বা ইসরায়েলি হুমকির জবাবে নয়, বরং জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবেই আলোচিত হতে পারে।

চিঠিতে আরও বলা হয়, “ইসরায়েল শুধু হিজবুল্লাহ নয়, সমগ্র লেবাননকেই লক্ষ্য করছে। তাদের লক্ষ্য লেবাননের প্রতিরোধ ক্ষমতা ভেঙে দিয়ে দেশকে আত্মসমর্পণে বাধ্য করা।” তাই দলটি জাতীয় ঐক্য ও মর্যাদার সঙ্গে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, ইসরায়েলের সঙ্গে কোনো নতুন আলোচনা শুরু করা মানে তাদের হাতে আরও সুযোগ তুলে দেওয়া, কারণ এই শত্রু কখনোই তার অঙ্গীকার রক্ষা করে না। যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট এই শক্তির সঙ্গে সংলাপ “অর্থহীন ও বিপজ্জনক” বলে দলটি উল্লেখ করেছে।

চিঠিতে জোর দিয়ে বলা হয়, লেবানন এখনো আগ্রাসন বন্ধে ও ইসরায়েলকে চুক্তি মানতে বাধ্য করতে কাজ করছে, এবং কোনোভাবেই রাজনৈতিক সমঝোতা বা আপোসের পথে হাঁটবে না, কারণ এটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।

চিঠির শেষাংশে হিজবুল্লাহ পুনরায় ঘোষণা করে, “প্রতিরোধের অধিকার আমাদের বৈধ অধিকার, এটি যুদ্ধ বা শান্তির সিদ্ধান্ত নয়—বরং একটি ন্যায্য আত্মরক্ষার কর্মসূচি।” দলটি প্রতিশ্রুতি দিয়েছে, তারা সেনাবাহিনী ও জনগণের সঙ্গে থেকে দেশ রক্ষা করবে।

হিজবুল্লাহ আরও বলেছে, বর্তমানে জাতীয় ঐক্য ও প্রতিরোধই ইসরায়েলের আগ্রাসন মোকাবিলার একমাত্র পথ। তারা জনগণকে আশ্বস্ত করেছে যে, দেশের মর্যাদা, স্বাধীনতা ও ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন রক্ষায় কোনো ত্যাগ স্বীকারে পিছপা হবে না। 4315195#

captcha