
বার্তা সংস্থা ইকনা: ইমাম মাহদী(আ.) আল্লাহর প্রেরিত পথপ্রদর্শক। আমরা যদি আল্লাহর সান্নিধ্যলাভ করতে চাই এবং হেদায়েত প্রাপ্ত হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইমাম মাহদীর(আ.) অনুসরণ ও আনুগত্য করতে হবে।
আমাদের মধ্যে একটি ভুল ধারা চলে আসছে আর তা হল আমরা ইমাম মাহদীকে শুধুমাত্র ঐতিহাসিক দিক থেকে দেখি। তিনি কবে জন্মগ্রহণ করেছেন, কিভাবে ইমাম হলেন? স্বল্প মেয়াদী অন্তর্ধান কতদিন ছিল। শেষ জামানায় কি ঘটবে? ইমাম মাহদী কিভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন ইত্যাদি।
অথচ আমাদের উচিত ইমাম মাহদীর(আ.) আদর্শ অনুযায়ী জীবন-যাপন করা। এবং আমাদের জীবনটাকে ইমাম মাহদীর নির্দেশনা অনুযায়ী পরিচালনা করা।
আমাদের জীবনে বিভিন্ন দিক রয়েছে এবং ইমাম মাহদী যেহেতু আমাদের ইমাম সুতরাং জীবনের প্রতিটি ক্ষেত্রে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামজিক, নৈতিক, প্রাকৃতিক সকল ক্ষেত্রে ইমাম মাহদীর নির্দেশ বাস্তবায়ন করতে হবে।
ইবাদত হচ্ছে আমাদের জীবনের একটি বড় অংশ। কেননা আল্লাহ বলেছেন: «ما خلقت الجن و الانس الا لیعبدون»؛
আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি।
এখন কিভাবে ইবাদত করতে হবে, কেন ইবাদত করতে হবে এগুলো আমরা ইমাম মাহদীর নির্দেশনা অনুযায়ী পালন করতে পারব। কেননা ইমাম মাহদীকে (আ.) না চিনলে আমরা কিছুই সঠিকভাবে পালন করতে পারব না।
সুতরাং প্রাত্যহিক জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে ইমাম মাহদীর অনুসরণ করতে হবে। শাবিস্তান#