বার্তা সংস্থা ইকনা: ভিক্টোরিয়ার প্রসিকিউটর 'মার্টিন পাকুলা' আজ (২৬শে এপ্রিল) সকালে আরিফা মাসউদকে ভিক্টোরিয়া কোর্টের বিচারক পদে নিয়োগ প্রাপ্ত করেছেনে।
আরিফা মাসউদ ২০০৩ সালে ফৌজদারি আইন অধ্যয়ন শুরু করে এবং অস্ট্রেলিয়ায় নাগরিকদের আইনি সেবা এবং ট্যাক্স অফিসে কাজ করতেন।
তিনি ২০১২ সালে আইন অনুষদের আইন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োগ হয়েছিলেন।
এছাড়াও তিনি দীর্ঘদিন যাবত পরিবার, শিশু ও ফেডালের আদালতে বিচারকার্য সম্পন্ন করেছেন।