বার্তা সংস্থা ইকনা: নারীদের জন্য ৪র্থতম হেফজে কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ওমানের আওকাফ ও ধর্ম মন্ত্রণালয় অন্তর্ভুক্ত মহিলাদের গাইডেন্স অফিসের তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত হচ্ছে।
হেফজ বিভাগে অনুষ্ঠিত উক্ত কুরআন প্রতিযোগিতায় ওমানের বুদবুদ, সামায়িল সহ রাজধানী মাস্কাটের বেশ কয়েকটি শহরের শিক্ষার্থী ও নারীগণ অংশগ্রহণ করেছে।
প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক "হান্নান বিনতে হামিদ আস-সায়াবিয়া" বলেন: নারীদের জন্য অনুষ্ঠিত ৪র্থতম হেফজে কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে ১০০ জনের অধিক প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।
উক্ত প্রতিযোগিতার বিচারক কমিটির মধ্যে ওমানের কুরআনের শিক্ষিকাদের নির্বাচন করা হয়েছে।
iqna