ফিলিস্তিনের "আল-খালিল" শহরে ১৯৩১ সালে "নায়িমা ওহবী সুলতান" জন্মগ্রহণ করেন।
"নায়িমা ওহবী সুলতান" তার সমবয়সীদের সাথে মসজিদে যেতেন এবং যখন শিক্ষার্থীদের জন্য শিক্ষিকা তিলাওয়াত ও হেফজের ক্লাস নিতেন তখন তিনি মনোযোগ দিয়ে শুনতে। এই মনোযোগের কারণেই তিনি কুরআনের হাফেজ হতে সক্ষম হয়েছেন।
ফিলিস্তিনের ৮৫ বছরের "নায়িমা ওহবী সুলতান" বলেন: "আমি গৃহিণীদের নিকট আহ্বান জানাচ্ছি, তারা যেন তাদের সন্তানদেরকে পবিত্র কুরআনের আদর্শে লালন-পালন করেন।"