IQNA

পবিত্র কুরআন বিকৃতি করা হল মরক্কোয় পাঠ্যপুস্তকে

23:28 - September 24, 2016
সংবাদ: 2601628
আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর প্রথম শ্রেণীর 'ইসলামী শিক্ষা' নামক পাঠ্যপুস্তকে পবিত্র কুরআনের আয়াত ভুল প্রিন্ট করা হয়েছে। এ বিষয়টি নিয়ে ওয়েবসাইট এবং সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীরা প্রতিবাদ জানিয়েছেন সামাজিক নেটওয়ার্কে ভুল প্রিন্টকৃত পাঠ্যপুস্তকের ছবি প্রকাশ করেছে।

বার্তা সংস্থা ইকনা: মরক্কোর জাতীয় শিক্ষা মন্ত্রণালয় 'ইসলামী শিক্ষা' নামক পাঠ্যপুস্তকে কুরআন শরিফের আয়াত ভুল প্রিন্ট এবং বিকৃতি হওয়ার জন্য প্রকাশক ও প্রকাশনা সংস্থাকে দায়ী করেছে।
ইলেক্ট্রনিক ডাটাবেজ ও সামাজিক নেটওয়ার্ক ছবি প্রকাশ করেছে যাতে দেখা গিয়েছে যে, মরক্কোর প্রথম শ্রেণীর 'ইসলামী শিক্ষা' পাঠ্যপুস্তকে পবিত্র কুরআনের আয়াত ভুল প্রিন্ট করা হয়েছে।
এদিকে মরক্কোর জাতীয় শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে: এই মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই এই কুরআন প্রিন্ট করা হয়েছে।
মরক্কোর জাতীয় শিক্ষা মন্ত্রণালয় এই বিবৃতিতে আরও জানিয়েছে: প্রথম শ্রেণীর জন্য আমরা এখনও পর্যন্ত "ইসলামী শিক্ষা" নামের গ্রন্থটি পাঠ্যপুস্তক হিসেবে বিবেচনা করিনি।
বিবৃতিতে আরও ঘোষণা করেছে: স্কুলের সকল পাঠ্যপুস্তকের প্রচ্ছদে জাতীয় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন সিল রয়েছে এবং সংখ্যা এবং প্রণয়নের তারিখ উল্লেখ রয়েছে।
মরক্কোর জাতীয় শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বারোপ করে বলেছে: সকল শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং সাধারণ জনগণের অবগতের জন্য জানানো যাচ্ছে যে, এই মন্ত্রণালয় প্রাথমিক স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য "ইসলামী শিক্ষা" নামের গ্রন্থের অনুমোদন দেয়নি।
উল্লেখ্য, মরক্কোর কিছু প্রকাশনালয় প্রাথমিক স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য "ইসলামী শিক্ষা" নামের গ্রন্থ প্রিন্ট করেছে এবং ঐ গ্রন্থ পবিত্র কুরআনের আয়াত ভুল প্রিন্ট করা হয়েছে। যেমন: পবিত্র কুরআনের সূরা বাকারার ২২ নম্বর «إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ»  আয়াতে আরবি «التوابین»  শব্দের تاء অক্ষরটির স্থানে ثاء লেখা হয়েছে। আর একারণে এ ব্যাপারটি নিয়ে সামাজিক নেটওয়ার্কে ব্যাপক সমালোচনা চলছে।
iqna


captcha