ম্যানহাটনের রাস্তায় বাদ্যযন্ত্র, কবিতা, গজল, হালাল খাদ্য ও পানিয় বিতরণ এবং পারিবারিক ও বন্ধুত্বমূলক কর্মসূচির মাধ্যমে মুসলিম শান্তিপূর্ণভাবে দিবস পালন করেন।
শান্তি র্যালীর নেতৃত্ব প্রদান করেন সেদেশের যুদ্ধ নিহত মুসলিম সৈনিকের পিতা খাজার খান। এছাড়াও নিউ ইয়র্কের মুসলিম পুলিশ অফিসাগণও এই র্যালীতে অংশগ্রহণ করেন। গতকাল অনুষ্ঠিত শন্তি র্যালীটি 'আল্লাহ ও দেশের জন্য' শ্লোগান প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।