এসকল শিল্পীরা ইসলামের শৈলীতে আকা বিভিন্ন ছবি একে দর্শনার্থীদের জন্য উপস্থাপন করেছেন।
ইসলামিক ক্যালিগ্রাফি, সোণালী কম্র্ম, নতুন প্রযুক্তির ইন্টিগ্রেশন এবং শৈল্পিক উপাদানসহ অন্যান্য কর্মের মাধ্যমে ইসলামী ধারণাকে অমুসলিমদের মাঝে প্রকাশ করেছে।
প্রতিযোগিতার মুল আয়োজন মার্ক ব্রেনান মুসলমানদের সম্পর্কে অপমানজনক খবর পওয়ার পর এধরনের প্রদর্শনী প্রদর্শনেরে সিদ্ধান্ত গ্রহণ করেন।
ব্রেনান বলেন: চার্চের সহযোগিতায় মুসলমানদের সুযোগ প্রদানের মাধ্যমে তাদের সুন্দর ধর্মের কথা ব্যক্ত করার মাধ্যমে সমাজে মুসলমানদের ভ্রান্তি ধারণা দুর করা সম্ভব এবং এর মাধম্যে ইসলাম ধর্ম সম্পর্কে অমুসলিমদের অবগত করে চরপন্থীর প্রতিবাদ করা সম্ভব।
বলাবাহুল্য, জনসাধারণের পরিদর্শনের জন্য উক্ত প্রদর্শনী ১৫ই নভেম্বর পর্যন্ত অব্যাহত থকাবে।