IQNA

স্কটল্যান্ডে সরকারি ইসলামি স্কুল

4:32 - December 11, 2016
সংবাদ: 2602139
আন্তর্জাতিক ডেস্ক: স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিচালিত এক গবেষণার ভিত্তিতে, এদেশের ছাত্র-ছাত্রীদের বিরাট একটি অংশ মুসলমান। আর তাই সরকারের সমতা নীতিকে পূর্ণরূপে বাস্তবায়নের লক্ষ্যে একটি সরকারি স্কুল প্রতিষ্ঠা জরুরি।

দৈনিক Times এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ‘খাদিজা আশ-শায়ালে’র নেতৃত্বে পরিচালিত এ গবেষণা থেকে স্পষ্ট হয়েছে যে, স্কটল্যান্ডে বসবাসরত মুসলিম পরিবারের সদস্যরা বেশিরভাগই উর্দু ভাষাভাষি এবং এটি স্কটল্যান্ডের চতুর্থ ভাষা হিসেবে গণ্য, তাই পাঠ্যসূচীর মধ্যে এ ভাষাকে অন্তর্ভুক্ত করতে হবে।

ঐ রিপোর্টে আরো বলা হয়েছে, একটি ইসলামি স্কুল, অন্যান্য ধর্মের অনুসারী ছাত্রদেরকে ভর্তির মাধ্যমে সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ঐ রিপোর্টের ভিত্তিতে, স্কটল্যান্ডে খ্রিষ্টান ও ইহুদিদের জন্য বিশেষ স্কুল রয়েছে, কিন্তু মুসলমানদের জন্য নেই। অথচ গ্লাসগো ও ডান্ডিতে বহুসংখ্যক ছাত্র মুসলমান।

স্কটল্যান্ডের মুসলিম পরিষদের মুখপাত্র এ সম্পর্কে বলেছেন: স্কটল্যান্ডসহ সমগ্র ব্রিটেনে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং ইসলামি স্কুল প্রতিষ্ঠা এমন একটি বিষয় যা সম্পর্কে প্রতিটি এলাকার মুসলিম সোসাইটি সিদ্ধান্ত নেবে।#3552428


captcha