IQNA

পোপ লিও চতুর্দশ নভেম্বরের শেষে লেবানন সফরে যাচ্ছেন

19:16 - September 09, 2025
সংবাদ: 3478034
ইকনা- পোপ লিও চতুর্দশ, বিশ্ব কাথলিকদের নতুন আধ্যাত্মিক নেতা, আগামী নভেম্বরের শেষের দিনগুলোতে তুরস্কের ইস্তাম্বুল থেকে লেবানন সফরে যাবেন।

আল-নশরা সূত্রে ইকনার প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সংবাদমাধ্যম জানিয়েছে যে, পোপ লিও চতুর্দশ মাসের শেষ দুই দিনে লেবাননে পৌঁছাবেন এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ গির্জাসংক্রান্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ এটি শুধু লেবাননের পুনর্জাগরণ প্রক্রিয়াকে সমর্থন করবে না, বরং লেবানন ও সমগ্র আরব বিশ্বের খ্রিস্টানদের উদ্দেশে একটি বিশেষ বার্তাও বহন করবে।

লেবাননের গণমাধ্যমগুলো জানিয়েছে, যদিও সফরের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে এই বার্তার প্রকাশ লেবানন থেকেই হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণকারণ এটি মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ, যেখানে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ একজন মারোনাইট খ্রিস্টানের হাতে থাকে।

উল্লেখ্য, ঐতিহ্যগতভাবে পোপরা মধ্যপ্রাচ্যের খ্রিস্টান সমাজের প্রতি সমর্থন প্রদর্শন এবং অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করার উদ্দেশ্যে লেবানন সফর করে থাকেন। 4304268#

 

captcha