
ইকনা সূত্রে ফ্রান্স ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান জানান, প্যারিস ও উপকণ্ঠের কয়েকটি মসজিদের কাছে এই প্রাণীর মাথাগুলো আবিষ্কৃত হয়েছে এবং সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
প্যারিস প্রসিকিউটরের কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রাণীর মাথাগুলো সরাসরি মসজিদের সামনে রাখা হয়েছিল। এ বিষয়ে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কর্মকাণ্ডকে নিন্দা জানিয়ে একে “নিষ্ঠুর” ও “সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছে।
শামসুদ্দিন হাফেজ, প্যারিস গ্র্যান্ড মসজিদের ইমাম, এসব ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডকে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা বৃদ্ধির একটি “নতুন ও বেদনাদায়ক ধাপ” হিসেবে অভিহিত করে জাতীয় সচেতনতা ও সংহতির আহ্বান জানিয়েছেন।
ফ্রান্সে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠী বসবাস করে, পাশাপাশি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বড় ইহুদি সম্প্রদায়ও এখানে রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের মৌলিক অধিকার সংস্থার তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপের বিভিন্ন দেশে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ও ইহুদিবিদ্বেষ উভয়েরই উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। 4304328#