IQNA

ভিসা নিষেধাজ্ঞা: ট্রাম্প সরকারের আবেদন খারিজ করল মার্কিন আদালত

18:51 - February 05, 2017
সংবাদ: 2602480
আন্তর্জাতিক ডেস্ক: সাতটি মুসলিম দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়ে জরুরি আবেদন খারিজ করে দিয়েছে মার্কিন আদালত। মার্কিন সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ আবেদন জানানো হয়েছিল।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: মার্কিন আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, সিয়াটেলের ফেডারেল বিচারক জেমস  রবার্ট প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী স্থগিত করে যে রুলিং দিয়েছেন তা স্থগিত করার আবেদন নাকচ করা হয়েছে।

এর আগে শনিবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ফেডারেল বিচারক রবার্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে বিচার মন্ত্রণালয় আপিল করে বিজয়ী হবে। তিনি সাংবাদিকদের আরো বলেছিলেন, "দেশের নিরাপত্তার জন্য আমরা বিজয়ী হব।”  

বিচারক জেমস রবার্ট ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করার পর মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, কথিত বিচারকের মতামত হাস্যকর এবং তা বাতিল হয়ে যাবে। ট্রাম্পের এই বক্তব্যে তাৎক্ষণিকভাবে নিন্দা জানান মার্কিন সিনেটে সংখ্যালঘু দলের নেতা চাক শুমার। এছাড়া, মুসলিম দেশগুলোর বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের কারণে ট্রাম্প দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা ও বিক্ষোভের মুখে পড়েছেন।


captcha