শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী(আ.) অবশ্যই আবির্ভূত হবেন এবং তিনি এসে শত্রুদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এবং তিনি বিশ্বকে ন্যায়নীতিতে পরিপূর্ণ করবেন।
হুজ্জাতুল ইসলাম রামাজান আলীযাদেহ বলেন, ইমাম মাহদীর(আ.) যিয়ারাতে আমরা বলে থাকি "اَلسَّلامُ عَلَیْكَ اَیُّهَا الْعَلَمُ الْمَنْصوُبُ وَالْعِلْمُ الْمَصْبُوبُ وَالْغَوْثُ وَالرَّحْمَةُ الْواسِعَةُ وَعْداً غَیْرَ مَكْذوُبٍ"
হে সত্যের পতাকাধারী, মানুষের মুক্তি দাতা এবং আপনার আবির্ভাব অবশ্যই ঘটবে, আপনার প্রতি সালাম।
তিনি বলেন: আল্লাহ যে প্রতিশ্রুতি দেন তা কখনোই ভঙ্গ হয় না। অনুরূপভাবে ইমামগণও(আ.) যে প্রতিশ্রুতি দেন তাও বাস্তবায়ন করেন।
পূর্বের ধর্মীয় শাসনব্যবস্থা প্রমাণ করেছে যে, নবীগণ যে ওয়াদা দেন তা পূর্ণ করেন। হযরত সুলাইমান তার রাষ্ট্র পরিচালনায় নিজের সকল ওয়াদা পূর্ণ করেছিলেন। মহানবী হযরত মুহাম্মাদও(সা.)তার সকল ওয়াদা বাস্তবায়ন করেছিলেন। আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) তার পাঁচ বছরের হুকুমতে সকল ওয়াদা পূর্ণ করেছিলেন।
ইমাম মাহদীও(আ.) তার আবির্ভাবের পর সকল অত্যাচারীদের থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। তিনি কোন জালিমকে ছাড় দিবেন না।
ইমাম মাহদী(আ.) আল্লাহর বন্ধু ও মোমিন বান্দাদেরকে সম্মানিত করবেন আর আল্লাহর শত্রু ও কাফিরদেরকে লাঞ্ছিত করবেন।