IQNA

হল্যান্ডে মসজিদে হামলা

15:03 - February 04, 2018
সংবাদ: 2604968
আন্তর্জাতিক ডেস্কঃ হল্যান্ডের হেগ শহরের একটি মসজিদে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা।

Anadolu Agency এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: নির্মাণাধীন মসজিদটির উপর এ হামলার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি।
দূর্বৃত্তরা ঐ মসজিদে তুরস্কের পতাকার উপর লাল কালি দিয়ে দাগ এবং তুরস্কের প্রেসিডেন্ট রাজাব তাইয়্যেব এর্দোগানের বিরুদ্ধে শ্লোগান লিখে রেখে যায়।
মসজিদ কমিটির প্রধান সিনাসি কুচ এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন: ধারণা করা হচ্ছে সিরিয়ার এফরিন শহরে তুরস্কের অভিযানের সাথে হামলাটির সম্পর্ক রয়েছে।
প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে ‘অলিভ ব্রাঞ্চ’ নামক অভিযান শুরু করেছে তুরস্ক।
শুরু থেকে তুরস্ক কর্তৃপক্ষের দাবী করে আসছে যে, সামরিক এ অভিযান পিকেকে ও দায়েশের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। অভিযান শুরুর পর থেকে ইউরোপের বিভিন্ন শহরে হামলার শিকার হয়েছে তুরস্কের সাথে সম্পৃক্ত বিভিন্ন মসজিদ।#3688394

captcha