বার্তা সংস্থা ইকনা: মিশরের পোর্ট সাইদ প্রদেশে "কুরআন হেফজ এবং ধর্মীয় উদ্যোগে"র আলোকে প্রথমবর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পোর্ট সাইদ প্রদেশের গভর্নর আদেল গাজবান উপস্থিত ছিলেন।
প্রথমবর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা "শেখ মুহাম্মাদ রাফয়া" (মিশরের প্রসিদ্ধ ক্বারী) শিরোনামে অনুষ্ঠিত হয়েছে। আরব দেশসমূহের ১১টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ৪ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে প্রথমবর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ইসলাম সঙ্গীত পরিবেশন করা হয়। এই অনুষ্ঠানে পোর্ট সাইদ প্রদেশের গভর্নর বলেন: ইসলামী উম্মতের ঐক্যের মূল উৎস হচ্ছে পবিত্র কুরআন।
তিনি আরও বেলন: পবিত্র কুরআনের শক্তিতে মিশর শত্রুদের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করছে।
সমাপনী অনুষ্ঠানে "কুরআন হেফজ" এবং "ধর্মীয় উদ্যোগ" বিভাগে উত্তীর্ণদের মাঝে পুরস্কার হিসেবে মিশরীয় ৫ লাখ পাউন্ড প্রদান করা হয়ে।
iqna