বার্তা সংস্থা ইকনা: শবে কদরে আল্লাহ মানুষের সারা বছরের ভাগ্য নির্ধারণ করেন। আমরা যদি ভাল জিনিসের সাথে সম্পর্ক করি তাহলে সারা বছর আমরা ভাল জিনিসের মধ্যেই থাকতে পারব।
কেউ যদি শবে কদরে আল্লাহর স্মরণ করে তাহলে সারা বছর তার অন্তরে খোদা থাকবে। কেউ যদি অন্য কাউকে স্মরণ করে তাহলে তার অন্তরে তাই থাকবে। সুতরাং এই মাসে সকল ভাল জিনিসের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে।
প্রতিটি জিনিসই একদিন ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আল্লাহর চেহারা ব্যতীত। অর্থাৎ আল্লাহর সাথে সংশ্লিষ্ট সবই থাকবে আর বাকি সবই ধ্বংস হয়ে যাবে।
এখন কথা হচ্ছে দোয়ার মাধ্যমে কি মৃত্যুকেও পিছিয়ে দেয়া সম্ভব। হা মৃত্যুও সদকা এবং দোয়ার মাধ্যমে পিছিয়ে যেতে পারে। যেমনটি আমরা হাদিস ও ইতিহাসে অনেক দেখেছি।
সুতরাং শবে কদরকে যারা ভালভাবে উপলব্ধি করবে কেবল তারাই এই রাতের মর্যাদাকে উপলব্ধি করতে পারবে এবং তাদের ভাগ্যও ভাল হবে।
দোয়ার মাধ্যমে আমরা এই রাতে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারি এবং এই রাতের সৌভাগ্য লাভ করতে পারি।