IQNA

সিরিয়ায় ২৪ ঘণ্টার ৩০০ শরণার্থীর প্রত্যাবর্তন

23:59 - September 15, 2018
সংবাদ: 2606729
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সিরিয়ার শরণার্থী রিসেপশন, ডিভিশন এবং পুনর্বাসনের সেন্টার আজ (১৫ই সেপ্টেম্বর) ঘোষণা করেছে: বিগত ২৪ ঘণ্টায় ৩০০ শরণার্থী সিরিয়া ফিরেছে।

সিরিয়ার স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় ইরান, রুশ ও তুরস্কের যৌথ বিবৃতি
বার্তা সংস্থা ইকনা: আজকের দিনে ৭২ শরণার্থী (২৪ জন নারী, ৩৬ জন শিশু এবং ১২ জন পুরুষ) পূর্ব গুতার ফিরেছে।
এই সংস্থা আরও ঘোষণা করছে: গত ২৪ ঘণ্টার ৩০০ শরণার্থী সিরিয়া ফিরেছে। এরমধ্যে ১১৬ জন লেবানন থেকে সিরিয়ায় ফিরেছে।
এই কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, গত ২4 ঘণ্টার মধ্যে সিরিয়ার সেনারা ক্লিয়ারিং অপারেশন চালিয়ে ৬ হেক্টর জমি এবং ৭টি ভবন এবং ১ কিলোমিটার সড়ক মাইন মুক্ত করেছে। এই অপারেশনে ৫৬ বস্তা বিস্ফোরক ডিভাইস উদ্ধার করেছে।
iqna

 

captcha