IQNA

প্যারিসে সন্ত্রাসীদের হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের প্রবর্তন; পোপ

22:52 - November 15, 2015
সংবাদ: 3452954
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দার জানিয়ে ক্যাথলিক বিশ্বের নেতা ‘পোপ ফ্রান্সিস’ বলেন: বিশ্বব্যাপী যেভাবে হামলা চলানো হচ্ছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: ক্যাথলিক বিশ্বের নেতা ‘পোপ ফ্রান্সিস’ ফ্রান্সে সন্ত্রাসী হামলাকে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রবর্তন বলে অবিহিত করেছেন।
তিনি ‘টিবি ২০০০’ চ্যানেলে এক সাক্ষাতকারে ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন: সন্ত্রাসীদের এ পদক্ষেপ কোন ধর্মীয় অথবা মানবিক যুক্তির সাথে সম্পর্কযুক্ত নয়।
এ সময় তিনি বলেন: হামলা করা কোন মানবিক কাজের মধ্যে পরে না। পশ্চিমা খৃষ্টানরা জঙ্গিবাদ ইস্যু নিয়ে বিবাদে জড়িয়ে পরেছে। মুসলিম ও ইসলামের বিরুদ্ধে যুদ্ধ চালানো নিয়ে এই বিবাদ তৈরি হয়েছে।
বলাবাহুল্য, গতকাল সন্ধ্যায় প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৫৩ জন নিহত এবং ২০০ জনের অধিক আহত হয়েছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল এ হামলাকে ‘প্যারিস যুদ্ধ’ বলে অভিহিত করে এই পাশবিক হামলার দায় স্বীকার করেছে।
3450600

captcha