বার্তা সংস্থা ইকনা: সুইজারল্যান্ড ফেডারেল আদালত শুক্রবার (১১ই্ ডিসেম্বর) এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২০১৩ সালে সান গোলান প্রদেশের একটি স্কুলে পক্ষ থেকে হিজাব নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানো হয়। অবশেষে প্রায় ২ বছর পর হিজাব নিষেধাজ্ঞা জারি প্রত্যাহার করে সেদেশের ফেডারেল আদালত।
সান গোলান প্রদেশের একটি স্কুলের কর্তৃপক্ষ ১৪ বছরের এক ছাত্রী হিজাবের ব্যাপারে আপত্তি করে এবং আদালতে হিজাব নিষেধাজ্ঞা জারির জন্য আহ্বান জানায়। তবে সেদেশের আদালত স্কুল কর্তৃপক্ষের আহ্বানে সাড়া না দিয়ে, সেদেশের মুসলিম ছাত্রীদেরকে ইসলামি হিজাব ব্যবহার করে স্কুলে প্রবেশের অধিকার দিয়েছে ।
সুইজারল্যান্ডের ফেডারেল বিচারক ফ্লোরেন্স অবরু ঝারারডীন বলেন: স্কার্ফ ব্যবহার করা কোন খারাপ লক্ষণ নয় বরং যদি কেহ স্কার্ফ ব্যবহার করে তাহলে এটা অবশ্যই একটি উত্তম লক্ষণ।
বলাবাহুল্য, সুইজারল্যান্ডে মোট ৮০ লাখ জনগণের মধ্যে প্রায় ৫ লাখ জনগণ মুসলমান। সেদেশে ১৬০টি মসজিদ ও নামাজখানা রয়েছে। এর মধ্যে মাত্র ৪টি মসজিদে মিনার রয়েছে। এসকল মসজিদে স্পীকারে আযান দেওয়ার অধিকার দেয়নি দেশটির সরকার। সেদেশের ১৬০টি মসজিদের মধ্যে অধিকাংশ মসজিদই পরিত্যক্ত কারখানা এবং গুদামে নির্মাণ করা হয়েছে। সুইজারল্যান্ডের ডানপন্থী দলগুলোর চেষ্টায় ২০০৯ সাল থেকে সেদেশের মসজিদসমূহে মিনার নির্মাণকর্ম বন্ধ হয়েছে।
3462456