IQNA

আইএসের আত্মঘাতী বেল্ট বোমা নির্মাণকারী আটক

20:25 - December 25, 2015
সংবাদ: 3469174
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের আত্মঘাতী বেল্ট বোমা নির্মাণকারী ওমর আল এজাজকে গ্রেফতার করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী।

বার্তা সংস্থা ইকনা: আইএসআইএলের আত্মঘাতী বেল্ট বোমা নির্মাণকারী ওমর খ. ম. নামে প্রসিদ্ধ ওমর আল এজাজকে লেবাননের সাধারণ নিরাপত্তা সংস্থা অধিদপ্তর তিন দিন যাবত অনুসরণ করে আল রামাহ শহর থেকে গ্রেফতার করেছে।
আইএসআইএল তথা দায়েশের শরিয়া আমির ‘বেলাল সুইডেনে’র মাধ্যমে ওমর আল এজাজ সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সাথে  বাইয়াত গ্রহণ করেছে।
দায়েশের প্রতিনিধি হয়ে ওমর আল এজাজের দায়িত্ব ছিল বিস্ফোরক বেল্ট নির্মাণ করে অল্প বয়সী যুবকদের আকৃষ্ট করে বিস্ফোরক বেল্ট বিস্ফোরণের জন্য তাদেরকে ব্যবহার করা।
3468681

captcha