IQNA

আফগানিস্তানে ‘ইমাম খামেনায়ীর দৃষ্টিতে ইসলামি ঐক্য’ শীর্ষক ম্যাগাজিন প্রকাশ

21:37 - December 25, 2015
সংবাদ: 3469184
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে ‘ইমাম খামেনায়ীর দৃষ্টিতে ইসলামি ঐক্য’ শীর্ষক ম্যাগাজিন প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মবার্ষিকী এবং ঐক্য সপ্তাহ উপলক্ষে ‘ইমাম খামেনায়ীর দৃষ্টিতে ইসলামি ঐক্য’ শীর্ষক ম্যাগাজিন প্রকাশিত হয়েছে।
ছয় পাতা বিশিষ্ট এই ম্যাগাজিন ১০০০ কপি প্রিন্ট ও প্রকাশিত হয়েছে এবং সাধারণ জনগণের মধ্যে বিতরণের জন্য কাবুলের বিভিন্ন মসজিদ, সাংস্কৃতিক- ইসলামিক কেন্দ্র এবং যুবকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এছাড়াও হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মবার্ষিকী এবং ঐক্য সপ্তাহ উপলক্ষে ২০০০ কপি করে পৃথক দুই পোষ্টার প্রিন্ট ও বিতরণ করা হয়।
3468764

captcha