iqna

IQNA

ট্যাগ্সসমূহ
তেহরান (ইকনা): লাদাখ কাশ্মীরের অংশ হলেও ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও জীবনধারার বিচারে একটি আলাদা জনপদ। লাদাখ ের প্রধান শহর লেহকে পৃথিবীর সবচেয়ে উঁচু শহর বলা হয়। সমুদ্র স্তর থেকে এই শহরের উচ্চতা সাড়ে ১১ হাজার ফিট। লাদাখ ের পাহাড়গুলো প্রধানত শুষ্ক এবং বরফ আচ্ছাদিত, বৃষ্টি হয় খুব কম। কিন্তু বরফ আচ্ছাদিত পাহাড় পানির প্রয়োজন পূরণ করে। ভৌগোলিকভাবে লাদাখ দুটি জেলায় বিভক্ত। লেহ ও কারগিল। লেহ বৌদ্ধ অধ্যুষিত এবং কারগিল মুসলিম অধ্যুষিত। সামগ্রিকভাবে লাদাখ ের ৪৭.৪ থেকে ৫২ শতাংশ অধিবাসী মুসলিম। প্রাকৃতিকভাবে লাদাখ ভারতের অন্যতম সুন্দর অঞ্চল। কাশ্মীরের মতো এখানেও নৈস্বর্গিক দৃশ্য উপভোগ করতে আসে বিপুলসংখ্যক পর্যটক।
সংবাদ: 2612521    প্রকাশের তারিখ : 2021/03/27