IQNA

জার্মানে হযরত মুহাম্মাদ (সা.)এর মহিমান্বিত জন্ম দিবস পালিত

16:00 - January 20, 2014
সংবাদ: 1361238
আন্তর্জাতিক বিভাগ: জার্মানের হ্যানিফার শহরের মুসলমানেরা বিভিন্ন অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এবং ইমাম জাফর সাদিক (আ.)এর মহিমান্বিত জন্ম দিবস উদযাপন করেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জার্মানের হ্যানিফার শহরের ‘আখাওয়াত’ (ভ্রাতৃত্ব) সংস্থার পক্ষ থেকে ‘সালমান ফার্সি’ মসজিদে এ মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে।

উক্ত উৎসব মাহফিলে জার্মানের শতাধিক আহলে বায়েত (আ.) ভক্তরা উপস্থিত ছিল। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উৎসব মাহফিল শুরু হয় এবং এবং পরবর্তীতে শেখ আব্দুল্লাহ আল গেইবী উপস্থিত শ্রোতাদের জন্য মূল্যবান বক্তৃতা পেশ করেন।

উল্লেখ্য, এ অনুষ্ঠান ১৯শে জানুয়ারিতে স্থানীয় সময় দুপুর ২:৩০টায় শুরু হয় এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।

1360276

 

captcha