বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ ওয়েব সাইটে ভিজিটরদের জন্য রয়েছে, পবিত্র কুরআনের টেক্সটসহ তেলাওয়াত এবং রুশ ভাষায় অনুবাদ ও তাফসির। এছাড়া অন্য বিভাগে রয়েছে কুরআন ভিত্তিক শিক্ষা, কুরআনে বর্ণিত বিভিন্ন ঘটনা, সূরা পরিচিতি, কুরআন বিষয়ক গ্রন্থাগার, কুরআন বিষয়ক প্রশ্নোত্তর এবং পবিত্র কুরআনের প্রসিদ্ধ আয়াতসমূহের পরিচিতি।
ইসলামিক স্ট্যাডিজ ফাউন্ডেশনের প্রধানের ভাষ্যমতে এ ওয়েব সাইটটির সম্প্রসারণ অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই নতুন নতুন বিষয় এতে সংযোজিত হচ্ছে। আগামীতে শিশু-কিশোরদের বিশেষ বিভাগও এতে সংযোজিত হবে।
আগ্রহীগণ www.alquran.ru –এ লিংকে ক্লিক করে ওয়েব সাইটটি ভিসিট করতে পারেন।