‘On Islam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বিশ্বের বিভিন্ন দেশের মত পাকিস্তানেও বিশ্ব হিজাব দিবস উপলক্ষে সেদেশের মুসলিম ও অমুসলিম নারীগণ ‘হিজাব আমার পছন্দ এবং আমার গর্ব’ শ্লোগানের মাধ্যমে হিজাব দিবসকে সমর্থন করেছে।
করাচী ইসলামী মহিলা জামায়াতের প্রধান ‘ফারহানা উরাঙ্গজীব’ বলেন: “শুধুমাত্র বিশ্ব হিজাব দিবসে (এক দিনের জন্য) আমাদের হিজাব পরিধান করার ইচ্ছা নেই। বরং হিজাব আমাদের নিত্যদিনের সঙ্গী। প্রকৃতপক্ষে আমাদের এই প্রচারাভিযান সবেমাত্র শুরু হয়েছে এবং আগামী বছর তথা বিশ্ব হিজাব দিবসের তৃতীয় বর্ষ পর্যন্ত অব্যাহত থাকবে।
চলতি বছরে আমাদের শ্লোগান ‘হিজাব আমার পছন্দ এবং আমার গর্ব’। এই শ্লোগানের অর্থ আমরা স্বইচ্ছায় হিজাব পরিধান করি।
করাচীর তালিবাত ইসলামী জামায়াতের প্রধান ‘আম্মার লিয়াকাত’ বলেন: বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ইসলামী মহিলা জামায়াতের পক্ষ থেকে পরপর দুই বছর যাবত বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
1369413