IQNA

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সন্ত্রাসীদের হামলা

10:32 - February 07, 2014
সংবাদ: 1371815
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সন্ত্রাসী হামলার খবর জানিয়েছে আল-আলম নেটওয়ার্ক।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরাকের রাজধানী বাগদাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার সকালে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ হামলার ফলে বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছে।
অপরদিকে বাগদাদের কেন্দ্র ‘সাবজ’ নামক অঞ্চলেও সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ ঘটায়।
রাজধানী বাগদাদের কেন্দ্রে সালেহী অঞ্চলে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় অবস্থিত। এক সন্ত্রাসী বোমা সহকারে একটি গাড়ীতে করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিকটে এসে গাড়ীটিতে বিস্ফোরণ ঘটায়।
প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে।
1562673

captcha