IQNA

সিরিয়ায় সন্ত্রাসী তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হল হযরত সাকিনা (সা. আ.)এর পবিত্র মাজার

10:40 - February 07, 2014
সংবাদ: 1371821
আন্তর্জাতিক বিভাগ: সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত দারয়া শহরে ইমাম হুসাইন (আ.)এর প্রাণপ্রিয় কন্যা হযরত সাকিনা (সা. আ.)এর পবিত্র মাজারে বিদেশী মদদ-পুষ্ট ওয়াহাবি-তাকফিরি সন্ত্রাসীরা রকেট নিক্ষেপ করে মাজারের সোনালী গম্বুজ ধ্বংস করে দিয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হযরত সাকিনা (সা. আ.)এর পবিত্র মাজারে সন্ত্রাসীরা বহুবার হামলা চালিয়েছে। অবশেষে মাজারকে লক্ষ করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই মাজারের সোনালী গম্বুজটি ধ্বংস করতে সক্ষম হয়েছে সন্ত্রাসীরা।
এই হামলার এক মাস আগে সিরিয়ার সামরিক বাহিনী অভিযান চালিয়ে হযরত সাকিনা (সা. আ.)এর পবিত্র মাজারের আশেপাশের অঞ্চল থেকে সন্ত্রাস নিধন করেছে। কিন্তু জঙ্গিবাদী ওয়াহাবি-তাকফিরিরা ৫ম ফেব্রুয়ারিতে রকেট নিক্ষেপ করে উক্ত মাজারের সোনালী গম্বুজটিকে ধ্বংস করে দিয়েছে।
1371595

captcha