কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হযরত সাকিনা (সা. আ.)এর পবিত্র মাজারে সন্ত্রাসীরা বহুবার হামলা চালিয়েছে। অবশেষে মাজারকে লক্ষ করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই মাজারের সোনালী গম্বুজটি ধ্বংস করতে সক্ষম হয়েছে সন্ত্রাসীরা।
এই হামলার এক মাস আগে সিরিয়ার সামরিক বাহিনী অভিযান চালিয়ে হযরত সাকিনা (সা. আ.)এর পবিত্র মাজারের আশেপাশের অঞ্চল থেকে সন্ত্রাস নিধন করেছে। কিন্তু জঙ্গিবাদী ওয়াহাবি-তাকফিরিরা ৫ম ফেব্রুয়ারিতে রকেট নিক্ষেপ করে উক্ত মাজারের সোনালী গম্বুজটিকে ধ্বংস করে দিয়েছে।
1371595