বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গত ১২ই মার্চ স্থানীয় সময় বিকেল ৩টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উল্লেখযোগ্য সংখ্যক আলেম, ধর্মীয় চিন্তাবিদ এবং বিশিষ্ট শিক্ষকবৃন্দ; জনাব জাহাঙ্গীর, জনাব রেজা হুসাইন, জনাব দারাখশান রুহী, জনাবা বানু সানা তৌসিফ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ এবং আলীগড় শহরের মুসলমানরাও এতে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াত করেন ‘মুহাম্মাদ হাশিম’। এরপর বেশ কয়েকজন আলেম, ধর্মীয় চিন্তাবিদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ‘মানব জীবনে পরিবারের ভূমিকা’, ‘পরিবারের অধিকারের বিষয়ে কুরআন ও হাদীসের ভাষ্য’, ‘পরিবারের উপর বিবাহের প্রভাব’ এবং ‘সামাজিক কর্মসূচীতে নারীর স্থান’ ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।#1203861