IQNA

জার্মানীতে ইসলাম বিষয়ক ক্লাসের শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

22:34 - March 18, 2013
সংবাদ: 2512993
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : জার্মানী’র ‘হেসে’ রাজ্যের ‘গিসান’ ও ‘মারবুর্গ’ শহরের স্কুলসমূহে ইসলাম ধর্ম ভিত্তিক ক্লাসসমূহের জন্য নির্বাচিত শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ‘হেসে’ রাজ্যের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তের ভিত্তিতে রাজ্যের গিসান ও মারবুর্গ শহরের স্কুলসমূহে ইসলাম ধর্ম ভিত্তিক ক্লাসসমূহের জন্য শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
উল্লেখ্য এ প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, যে সকল ব্যক্তিরা স্কুলসমূহে ইসলামি শিক্ষক হিসেবে নিয়োগ লাভ জন্য নাম নিবন্ধন করেছিলেন তাদের মধ্যে হতে যোগ্য ব্যক্তিদেরকে বেছে নেওয়ার ক্ষেত্রে হেসে রাজ্যের সাংস্কৃতিক মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করেছে।#1205601
captcha