IQNA

ককেশাস মুসলমানদের কার্যালয় প্রধান স্বীয় পদে বহাল

13:42 - April 18, 2013
সংবাদ: 2520690
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : ককেশাস মুসলিম কার্যালয়ের প্রধান ‘আল্লাহ শুকুর পাশাযাদেহ’ পরবর্তী পাঁচ বছরের জন্য পূনর্নিবাচিত হয়েছেন।
আরানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : যৌথস্বার্থের অধিকারী দেশসমূহের মুসলিম সমাজের মুফতি পরিষদ ‘আল্লাহ শুকুর পাশাযাদেহ’কে পরবর্তী পাঁচ বছরের জন্য ককেশাস মুসলিম কার্যালয় প্রধানের দায়িত্বে বহাল রেখেছে।
আযারি ভাষাভাষি ওয়েব সাইটসমূহ এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে লিখেছে : পাশাযাদেহ আযারবাইজান সরকারের সমর্থনকারী ওলামাদের একজন তাই এ ধর্মীয় কার্যালয়ের প্রধানের পদ হতে তাকে কখনই সরানো হবে না।
বলাবাহুল্য, যৌথস্বার্থের অধিকারী মুসলিম সমাজের উদ্যোগে আন্তর্জাতিক এক সম্মেলন রাশিয়া, দাগেস্তান, বেলারুস, কিরঘিজিস্তান, তাতারেস্তানসহ মধ্য এশিয়ার অন্যান্য দেশের অংশগ্রহণের মধ্য দিয়ে আযারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হবে।#1214054
captcha